আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় এবং আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ রাখতে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে স্মৃতিসৌধে এ মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করে ছাত্রলীগ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, সহ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন আহমেদ সজল, আবু হেনা মোস্তাফা কামাল, আব্দুল ওয়াদুদ, ইকবাল হোসাইন রুদ্র, তৌকির মাহফুজ মাসুদ, রিজভি আহমেদ পাপন, শাহিনুর আলম শামীম, ফিরোজ আল মামুন নিউটন, গোলাম মোস্তফা, নুর আলম, শিবলুর রহমান, নাজমুল, ফয়সাল সিদ্দিক আরাফাত, অনিক, রুবেল হোসেন, মিঠু কবির, মাহিদুল ইসলাম, আঃ রহিমসহ কয়েক শতাধিক নেতাকর্মী।
মোমবাতি প্রজ্বলন শেষে সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সঞ্চালনায় এবং সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, সহ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন