ইফসা (ইয়ুথ ফর সোসাল এইড) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর একটি অন্যতম সামাজিক সংগঠন। ২০১৪ সালের ১২ই এপ্রিল থেকে কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগীতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।
কালের পরিক্রমায় শুক্রবার সংগঠনটি বর্ণাঢ্যভাবে তার তৃতীয় বর্ষপূর্তি পালন করে। সেই সাথে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয় নতুন কমিটির হাতে। ২০১৮-১৯ সালের জন্য নবনির্বাচিত কমিটির সভাপতি হল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৪ তম আবর্তনের শিক্ষার্থী আশীক আল অনিক এবং সাধারণ সম্পাদক ৪৫ তম আবর্তনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী নাহিয়ান।
২০১৬-১৭ সালের কমিটির সভাপতি সুরাইয়া খানম মুক্তি এবং সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত'র নেতৃত্বে সফলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পর ইফসার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ দিদার ও সাধারণ সম্পাদক আলী আজম পলাশের অনুমতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
২০ সদস্যের নতুন কমিটির অন্যান্য সদস্যরা হল, সহ সভাপতি- জোবায়েদ বিন কাশেম অনিক, সানজিদা জেরিন, আসমা আক্তার, মোতাসিম বিল্লা। এছাড়া যুগ্ম সম্পাদক- নুসরাত ফারিন, নজরুল ইসলাম হাবিব, সাংগঠনিক সম্পাদক- মুমতা হেনা, সহ সাংগঠনিক সম্পাদক- জাকিয়া সুলতানা অমি, অর্থ সম্পাদক- সিকদার সঞ্চিতা তাসনিম।
সহ অর্থ সম্পাদক- মুশফিক, অনুষ্ঠান সম্পাদক- আনিকা বুশরা, সহ অনুষ্ঠান সম্পাদক- রুনা, শিক্ষা ও গবেষণা সম্পাদক- রাশিদা, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক- আতিফ, দপ্তর সম্পাদক-সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক- বৃষ্টি এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সায়মা আক্তার।
কমিটি ঘোষণার আগে সংগঠনটির সদস্যরা দিনব্যাপী আড্ডা এবং বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/হিমেল