রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের নীতিমালাবহির্ভুত কার্যক্রম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে আজীবন বহিষ্কৃত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক অনিক খন্দকার। বহিষ্কারের পরেই নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা বিন ইসমাঈল।
সোমবার দুপরে সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মোল্লা মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মোল্লা মোহম্মদ বলেন, আমরা কেউ প্রেমের বিপক্ষে নই। আমরা সকলেই সুষম প্রেম বণ্টন চাই। ক্যাম্পাসে প্রেম নাম নিয়ে অশ্লীলতা কিংবা খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। কিন্তু সাবেক সাধারণ সম্পাদক স্বার্থপরের মতো একা একা প্রেম করত এবং আপত্তিকর কাজে লিপ্ত।
তিনি (সাবেক সাধারণ সম্পাদক) বলেছিলেন, প্রেমবঞ্চিত সংগঠনের একজন কর্মী প্রেমবঞ্চিত থাকতে আমি প্রেম করব না। কিন্তু তিনি কথা রাখেননি। এ রকম কাজ কাউকে করতে দেয়া হবে না। আমরা সবাই প্রেম করব কিন্তু সেটা হবে একদম পবিত্র।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ২০১৮ বিশ্ব ভালবাসা দিবসে ৭২ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/মাহবুব