শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিজ্ঞান উৎসব-২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ এবার চারদিন ব্যাপী বিজ্ঞান উৎসবের আয়োজন করে।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, "এ ধরনের উৎসব বিজ্ঞান ভীতি দূর করার পাশাপাশি শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করবে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরকে সত্যিকারের বিজ্ঞানীদের মতো করে চিন্তা ও গবেষণা করতে এবং বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার জন্য বিজ্ঞান উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো: কায়কোবাদ ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ। এ উৎসবে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
উল্লেখ্য, চার দিনব্যাপী এ উৎসবে ছিল কমিক কার্টুন, সায়েন্স ফিকশন মুভি, বিজ্ঞান মেলা, ফান ডে উইথ সায়েন্সসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর