বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে রুয়েট সংলগ্ন নর্দানের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নগরীর মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম।
তিনি জানান, মতিহার থানার নথিভুক্ত ২১ নম্বর (তারিখ ১০-৩-২০১৮) মামলায় ওই দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জেনেছি তারা রুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।
গ্রেফতাররা হলেন- রুয়েট ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক রাকিব বারী প্রত্যয় এবং ছাত্রলীগ কর্মী আকাশ দাস। তারা দুজনেই রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী। তারা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড়ের অনুসারী বলে ক্যাম্পাস সূত্রে জানা যায়।
রুয়েট সূত্র জানায়, গত ৮ মার্চ মধ্য রাতে রুয়েটের হামিদ হলে ছাত্রলীগ সভাপতি নিবির গ্রুপের নেতাকর্মীদের হামলায় সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু গ্রুপের ৮ জন আহত হন। এসময় হামিদ হলের কক্ষ ভাঙচুর, ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ১০ মার্চ এ ঘটনায় বিস্ফোরক, চুরি, ভাঙচুরের অভিযোগ এনে রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান বাদি হয়ে মতিহার থানায় একটি মামলা করেন।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম