যে কোনো মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করবে কেন্দ্রীয় ছাত্রলীগ। একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, শাবিপ্রবিসহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট জেলা ও সিলেট মহানগর ছাত্রলীগেরও নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। আগামী ১১ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন নির্ধারিত হওয়ায় সারাদেশে বিভিন্ন ইউনিটের নতুন কমিটি দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটের ইউনিটগুলোতেও দ্রুত নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।
জানা গেছে, সিলেটে ছাত্রলীগের নিয়ন্ত্রণকারী আওয়ামী লীগ নেতাদের সমঝোতা না হওয়ায় ঝুলে রয়েছে সিলেটের গুরুত্বপূর্ণ চারটি ইউনিট। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সমঝোতা করে সিলেট জেলা, মহানগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করতে চাচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। দীর্ঘ দিন ধরে নেতাদের মধ্যে সমঝোতা না হওয়ায় মূলত আটকে আছে সিলেটের গুরুত্বপূর্ণ এই চারটি ইউনিট। অভ্যন্তরীণ কোন্দল থেকে সিলেটের ছাত্রলীগকে মুক্ত করতেই জাকিরের এমন চাওয়া বলে জানিয়েছেন কেন্দ্রের একাধিক নেতা।
এদিকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ লাভের জন্য ইতিমধ্যে দৌড়-ঝাঁপ শুরু করেছেন পদ প্রত্যাশী নেতাকর্মীরা। পদ প্রত্যাশীরা সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাদের ‘সিন্ডিকেট মেন্টেইন’ করে কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদপুষ্ট হওয়ার আশায় ঢাকায় অবস্থান করছেন।
পদ প্রত্যাশীরা জানান, গুরুত্বপূর্ণ পদে আসীন হতে হলে একই সাথে সিলেট শহরের নেতা (ছাত্রলীগ নিয়ন্ত্রণকারী স্থানীয় আওয়ামী লীগ নেতা) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের আস্থাভাজন হতে হবে। শহরের সিন্ডিকেট ছাড়া শুধু সাধারণ সম্পাদক জাকিরের আস্থাভাজন হয়েও লাভ নেই। শহর ও কেন্দ্রে সমন্বয় করে লবিং করতে হয়।
পদপ্রত্যাশী প্রায় ডজনখানেক নেতাকর্মীর বিরুদ্ধে শিবির-ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ততা, ফাও খাওয়া, চাদাঁবাজি, বিবাহিত, যৌন নিপীড়ন, সাংবাদিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
বিডি প্রতিনিধি/৩০ এপ্রিল, ২০১৮/ফারজানা