সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগ এনে চাকরি থেকে অপসারণ করার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। আজ সোমবার নাসির উদ্দিন আহমেদকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
গত বৃহস্পতিবার সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নাসির উদ্দিন আহমদকে অপসারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষক অপসারণের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।
গত রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শত শত শিক্ষার্থীরা নাসির উদ্দিন আহমদকে স্বপদে ফিরিয়ে আনার দাবি জানিয়ে মানববন্ধন করেন।
সহকর্মীকে অপসারণ করায় বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক শিক্ষকও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিডি প্রতিনিধি/৩০ এপ্রিল, ২০১৮/ফারজানা