রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের রায় আগামি ৮ মে মঙ্গলবার। এ রায়কে বেগবান করতে শোক মিছিল করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন থেকে একটি শোক মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এদিকে দুই বছরেও হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’কে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সমাবেশে বিভাগের সভাপতি ড. এএফএম মাসউদ আখতার বলেন, ‘রেজাউল করিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় প্রদান করবেন আদালত। আশা করছি, প্রশাসন আমাদের কোন প্রকার হয়রানি করবে না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।’
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডের দুই বছর অতিবাহিত হলেও আমরা সুষ্ঠু বিচার পাই নি। সুষ্ঠু বিচারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৮ মে এ হহত্যাকাণ্ডের রায় প্রদান করবে। আমরা আশা করি, আদালত দৃষ্টান্তমূলক শাস্তির রায় প্রদান করবেন।’
বিভাগের সাবেক শিক্ষার্থী ও অধ্যাপক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, ‘আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। রায় প্রদান না করা পর্যন্ত এর বেশি মন্তব্য করতে পারছি না। আশা করি, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় দিবেন আদালত। রায় দিলেই বোঝা যাবে কতটুকু সুষ্ঠু বিচার হয়েছে।’
এসময় বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোমিনুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক রিদিতা মিজানসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচিত এই হত্যাকাণ্ডে মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার রায় ঘোষণার জন্য আগামী ৮ মে দিন ধার্য করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার