রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।
রবিবার বেলা ১১টায় বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে দায়িত্ব হস্তান্তর করেন।
আব্দুল্লাহ আল মামুন আগামী তিন বছর বিভাগের সভাপতির দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে ২০১৫ সালের ৫ মে থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব হস্তান্তরের সময় বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বিভাগের তিনজন শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, খাদেমুল ইসলাম ও ড. প্রদীপ কুমার পাণ্ডে বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব