কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কাছে চলতি কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব হস্তান্তর করেছেন। মঙ্গলবার বিকেলে উৎসব ঘিরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী ও সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ।
বিডি প্রতিদিন/০৮ মে ২০১৮/এনায়েত করিম