হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের উদ্যোগে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম.এ. ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, প্রক্টর প্রফেসর ড. মো. খালিদ হোসেন, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফউদ্দিন দুরুদ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. ফজলুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন ড. এম এ ওয়াজেদ মিয়া একজন আন্তর্জাতিক মানের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ছিলেন। দেশে পরমাণু বিজ্ঞানে তাঁর অবদান অনস্বীকার্য।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন