শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে সমাজবিজ্ঞান বিভাগের পিয়ার রিভিউ প্রোগ্রাম সমাপ্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে উপাচার্যের সেমিনার রুমে বিশেষজ্ঞদের সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের পিয়ার রিভিউ প্রোগ্রাম শেষ হয়।
সমাজবিজ্ঞান বিভাগের এই প্রোগ্রামে বিশেষজ্ঞগণ ছিলেন অধ্যাপক ড. এস জে বি এ জয়াসিকারা (শ্রীলঙ্কা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী তোবারক হোসেন (অবসরপ্রাপ্ত), চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. তৌফিক সাইদ।
এসময় উপস্থিত ছিলেন আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান অধ্যাপক ড. মোঃ আব্দুল গণি, সদস্য অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী ও অধ্যাপক ড. মোহাম্মাদ জসীম উদ্দিন।
এসময় উপাচার্য বলেন, “আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের পিয়ার রিভিউ শেষ করতে পেরেছি। এই অবদানের জন্য আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালককে ধন্যবাদ।’’ তিনি এই বছর বা পরের বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেশন জট সমস্যা দূর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর