মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে এই আনন্দ র্যালি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, এক সময় স্যাটেলাইট আমাদের কাছে স্বপ্নের মতো ছিলো। ইতোপূর্বে সমুদ্র জয় হয়েছে। এখন মহাকাশ জয় হয়েছে। এর ফলে পৃথিবীতে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এটা শুধু বাংলাদেশের জনগণকে নয় বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে যে, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এই রকম আরো উন্নয়ন হবে। এই স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এজন্য জগন্নাথ বিশ্ববিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৮/মাহবুব