ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভুটানের রয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিগনি নামজয়েল।
আজ বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পীয়ার রিভিউ শেষে বিকাল সাড়ে ৩টায় টিএসসিসিতে অবস্থিত প্রেস কর্নারে ইবি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রোপ বোটানি বিভাগের অধ্যাপক ড. এম এস এ ফাকির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল লতিফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলী, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, অধ্যাপক ড. মাইনুল হক, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ইবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক ইমরান শুভ্রসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে অধ্যাপক ড. সিগনি নামজয়েল ভুটানের শিক্ষা ব্যবস্থা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও শিক্ষা কারিক্যুলাম সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার