শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি দেশের অবহেলিত কর্মমুখী সৃজনশীল শিক্ষার সাথে টেকনোলজি বেইজড শিক্ষাকে সম্পৃক্ত করে ক্রিয়েটিভ টেকনোলজি শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছে। সাথে সাথে অবহেলিত ক্রিয়েটিভ আর্ট শিক্ষার সাথে নৃত্যকলা ও শাস্ত্রীয় সঙ্গীতকে সম্পৃক্ত করে সাংস্কৃতিক শিক্ষার বিস্তারের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করে দেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
ইতিমধ্যে দেশের মানুষ এ প্রতিষ্ঠানকে ‘ক্রিয়েটিভ ডেসটিনেশন অব দ্য নেশন’ হিসেবে আখ্যায়িত করে সম্মানিত করেছেন। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ১৪ থেকে ২৩ মে ২০১৮ তারিখ পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে অ্যাডমিশন ফেয়ারের আয়োজন করেছে। উক্ত ফেয়ারে বিশেষ সুযোগপ্রাপ্তির ব্যবস্থাও রয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ অ্যাডমিশন ফি ও ১০ শতাংশ টিউশন ফি ওয়েভার ও সর্বোচ্চ বিভিন্ন ক্যাটাগরিতে ১০০ শতাংশ স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।
এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে তিনটি ফ্যাকাল্টি যথা: ১. ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ২. ফ্যাকাল্টি অব মেনেজম্যান্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ, ৩. ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস। তিনটি ফ্যাকাল্টির অধীন ১৮টি বিভাগে সামার সেশন-২০১৮'তে ভর্তি চলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৪.৩০টা পর্যন্ত অ্যাডমিশন ফেয়ার চলবে।
ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফেকচারিং মেনেজম্যান্ট অ্যান্ড টেকনোলজি, এমবিএ ইন প্রোডাক্ট অ্যান্ড ফ্যাশন মার্চেন্টডাইজিং, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আর্কিটেকচার, ইন্টেরিয়র আর্কিটেকচার, বিবিএ, এমবিএ, ল’, ইংলিশ, সোসিওলজি অ্যান্ড অ্যানথ্রোপলজি, ফাইন আর্টস, নৃত্যকলা ও সঙ্গীত। হাতে-কলমে শিক্ষা প্রদানের জন্যও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির রয়েছে বেশ কয়েকটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান।
উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ক্রিয়েটিভ হাব, বাড়ি-৬১, রোড-১৪, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা।
যোগাযোগ : ০১৯৬৯৯০৪০০০
বিডি-প্রতিদিন/১৩ মে, ২০১৮/মাহবুব