সরকারি চাকরিতে প্রধানমন্ত্রীর কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
রবিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক ও একাডেমিক ভবন এবং দিনাজপুর-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ড. এম. ওয়াজেদ ভবনের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আন্দোলনকারীরা ‘কোটা নিয়ে টালবাহানা আর হবে না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আর নয় কালক্ষেপণ দ্রুত চাই প্রজ্ঞাপন, যদি কর টালবাহানা দাঁড়িয়ে রাখতে পারবে না’ এ ধরনের বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
সমাবেশে আন্দোলনকারীরা বলেন, কোটা সংস্কার আন্দোলন ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। বিভিন্ন প্রতিকূলতায় আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী দাবি মেনে নিলেও এখনো তা কার্যকর হয়নি। আমরা চাই প্রধানমন্ত্রীর ঘোষণা ও আমাদের দাবিকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে আমাদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিন।
সমাবেশে বক্তব্য রাখেন রোকনুজ্জামান রোকন, মাহমুদ আলম, শহিদুল ইসলাম ফাহিম, রুবেল আহমেদ রাজ প্রমুখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/হিমেল