চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৬ অক্টোবর (শনিবার) রাত ১২টা পর্যন্ত। আজ (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যারয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে ভর্তির আবেদন প্রক্রিয়ার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল