ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'শিক্ষাদান পদ্ধতি এবং কৌশল' শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্স (আইআইইআর) এ কর্মশালার আয়োজন করে।
বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ফৌজিয়া খাতুনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। প্রধান আলোচক হিসেবে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনা করেন ভারতের জহরলাল নেহরু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিনা বিশ্বাস।
দুই পর্বের এ কর্মশালার প্রথম পর্বে অতিথিদের বক্তব্য প্রদান ও প্রবন্ধ উপস্থাপন এবং ২য় পর্বে গ্রুপ প্রেজেন্টেশন ও এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিশ্ববিদ্যালয়ের আইআইইআর এর অধীনে আনুষ্ঠিত বিএড, এমএড এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
কর্মশালায় বক্তারা শিক্ষাদানের পদ্ধতি এবং কৌশলের উপর বিস্তারিত আলোচনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা