'শিক্ষার্থীদের মানুষ হতে সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ থেকে ডিগ্রীপ্রাপ্ত মাইক্রোবায়োলজিস্টদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক আজাদ বলেন, এখানকার সবাই শিক্ষক। আমি আপনাদের বলবো, আপনারা ক্লাসের শেষ ৫ মিনিট পড়ালেখার বাইরে কথা বলবেন। তাদের আচরণ, নীতি নৈতিকতা শেখাবেন। তাদের মানুষ হওয়ার সুযোগ করে দেবেন।
এসময় তিনি বলেন, আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি তৈরি করবো কিনা তার কর্মপন্থা ঠিক করবো। তবে কোয়ালিটির বিষয়ে কোনো আপোস করবো না। দেশকে সত্যিকারার্থে জীবাণুমুক্ত করতে চাই।
বিভাগীয় প্রধান প্রফেসর ডা. এস এম সামসুজ্জামানের নেতৃত্বে মাইক্রোবায়োলজি বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান ওই বিভাগ থেকে ডিগ্রীপ্রাপ্ত প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পদচারণায় মুখর ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান আবুল কালাম আজাদ। এতে আরও বক্তব্য দেন, অধ্যাপক ডা. নাইমা মোয়াজ্জেম, অধ্যাপক কে জেড মামুন, অধ্যাপক কে এম শহীদুল ইসলাম প্রমুখ।
প্রাণবন্ত এ অনুষ্ঠান বক্তব্য, পরিচিতি, স্মৃতিচারণ, বৈজ্ঞানিক নিবন্ধ পাঠ ও মেডিকেল মাইক্রোবায়োলজি শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের নতুন দিকনির্দেশনার মাধ্যমে শেষ হয়।
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৮/হিমেল