'আত্মহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি'- স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস- ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে ল'এ্যায়ারনেস এ্যান্ড ভ্যালুস ডেভলপমেন্ট নামের আইন সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আত্নহত্যা পরিহার সচেতনতামূলক পদযাত্রা, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষেদ সামনে থেকে একটি পদযাত্রা বের করে সংগঠনটি। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে এসে শেষ হয়। পরে ওই ভবনের নিচ তলার হল রুমে একটি আলোচনা সভ অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় অংশগ্রহণ করেন এলএভিডিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আইন শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, সহকারী অধ্যাপক মো: আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, প্রভাষক শাহিদা আক্তার আশা, ইবিসাসের সহ-সভাপতি ও এলএভিডিসির উপদেষ্টা সদস্য কে এম মাহ্ফুজুর রহমান মিশু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার