রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখ্শ হলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও তার প্রয়াত মায়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৫টায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে গোলাম রাব্বানীর প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল গালিব, সহ-সম্পাদক আব্দুল্লাহ হিল কাফী, সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হামীম সাফাত, সুজন সরকার এবং মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের কর্মী আশিকুর রহমান অপু, নাহিদুর রহমান, এমকে কাফি, জাহিদ হাসান সোহাগ, সোহেল রানা প্রমুখ।
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব