বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরেও হল ছাড়ছেন না অনেক শিক্ষার্থী। ফলে দেখা দিয়েছে ছিট সংকট। হলে অবৈধ ওইসব ছাত্রদের কারণে মানবেতর জীবনযাপন করছেন বর্তমান শিক্ষার্থীরা। এদিকে এ সংকট সমাধানে ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের হল ছাড়তে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক আলহাজ্ব তাবিউর রহমান প্রধান বলেন, এ সমস্যা অনেকদিন থেকেই হয়ে আসছে। বারবার এসব অবৈধ ছাত্রদের হল ছাড়তে বললেও তারা কর্ণপাত করেনি। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই যাদের এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি শেষ সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়েছে তাদেরকে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এরপরেও যদি কেউ হলে অবস্থান করে তাহলে তার ব্যপারে কোন দায়-দায়িত্ব হল কর্তৃপক্ষ নিবেনা।
জানা যায়, আবাসিক হলগুলোতে বৈধ সিটের শিক্ষার্থীর চেয়ে অবৈধ সিটের শিক্ষার্থী বেশি। দিনের পর দিন ওইসব শিক্ষার্থীরা হলে অবস্থান করে যাচ্ছেন। এতে নতুন করে কোন শিক্ষার্থী হলে আবাসন সুবিধা গ্রহণ করতে পারছেন না। হল ঘুরে দেখা যায়, ৪ জন শিক্ষার্থী একটি রুমে থাকার কথা থাকলেও এতে প্রায় ৮-১০ জন করে শিক্ষার্থী অবস্থান করছেন। যার ফলে পড়াশুনা সহ বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর ২০১৮/হিমেল