রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শেষ হয়েছে। মোট আবেদন পড়েছে দুই লাখ ৮৫ হাজার ৫৬টি। আগামী ১৬ সেপ্টেম্বর চুড়ান্ত আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় অধ্যাপক মোল্যা বলেন, ‘মোট আবেদন দুই লাখ ৮৫ হাজার ৫৬টি হলেও এখানে শিক্ষার্থী রয়েছেন ১ লাখ ২৫ হাজার জন। এরা একাধিক ইউনিটে আবেদন করায় এ সংখ্যা বেড়ে গেছে। এদের মধ্য থেকে এইচএসসি ফলাফলের ভিত্তিতে ইউনিটভিত্তিক ৩২ হাজার শিক্ষার্থীকে বাছাই করা হবে।’
আইসিটি সেন্টারের দেয়া তথ্যমতে, প্রাথমিক আবেদনে ‘এ’ ইউনিটের অধীন কলা ও চারুকলা অনুষদে মোট আবেদন পড়েছে ৫৬ হাজার ৪০৭টি; ‘বি’ ইউনিটের অধীন ব্যবসায় শিক্ষা ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এ আবেদন পড়েছে ৩৭ হাজার ৬০৪টি; ‘সি’ ইউনিটের অধীন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে আবেদন পড়েছে ৬১ হাজার ২৩৪টি; ‘ডি’ ইউনিটের অধীন জীব ও ভূবিজ্ঞান ও কৃষি অনুষদে আবেদন পড়েছে ৬০ হাজার ২৯৩টি এবং ‘ই’ ইউনিটের অধীন আইন ও সামাজিক বিজ্ঞান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৬৯ হাজার ৫১৮টি আবেদন পড়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘প্রাথমিক আবেদনে যারা উত্তীর্ণ হয়েছে, তাদের তালিকা আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এরপর উত্তীর্ণ আবেদনকারীরা চুড়ান্ত আবেদন করতে পারবেন। এসময় প্রত্যেক ইউনিটভিত্তিক নির্ধারিত ফি প্রদান করে আবেদন নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের।’ তবে চুড়ান্ত আবেদনের তারিখ এখনও ঠিক হয়নি বলে জানান আইসিটি সেন্টারের পরিচালক।
এর আগে গত ৩ সেপ্টেম্বর দুপুরে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়ে চলে ১২ সেপ্টেম্বর বুধবার রাত ১২টা পর্যন্ত। এছাড়া আগামী ২২-২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়টিতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ