বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত সুসময় ও দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকবে। গত কয়েক বছরে এই দুটি দেশের সম্পর্ক চরম উচ্চতায় পৌঁছে গেছে। যার ফলস্বরূপ ছিটমহল সমস্যা সমাধানসহ বাণিজ্যিক উন্নয়ন ৭ থেকে ৯ বিলিয়ন ইউএস ডলারে প্রবৃদ্ধি, ভারতীয় বিনিয়োগ ৩ থেকে ১০ বিলিয়ন ইউএস ডলার হয়েছে।
বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভারতীয় দুতাবাস ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা ট্রাস্টের যৌথ আয়োজনে মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের আওতায় বৃত্তির চেক বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিম ২০০৬ সাল থেকে চালু হওয়ার পর প্রায় ১২০০ শিক্ষার্থীকে ২১ কোটি টাকা বৃত্তি প্রদান করা হয়েছে এবং বর্তমানে ভারত সরকার এই প্রোগ্রামের জন্য ৫৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ভারতীয় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো মুক্তিযোদ্ধারা ভারতে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ভারতে পাঁচ বছরের জন্য মাল্টি এন্ট্রি ভিসা পাবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ প্রমুখ।
পরে সিলেট বিভাগ ও কিশোরগঞ্জ জেলার ১০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা এবং মোট ২১৬ জন মুক্তিযোদ্ধার সন্তানকে বৃত্তির চেক প্রদান করে ভারতীয় দূতাবাস।
বিডি প্রতিদিন/১৩ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত