আগামীদিনের সমৃৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার দুপুর আড়াইটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী যুব ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান তিনি।
যুবসমাজকে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনিভাবে সুখি-সমৃদ্ধ, দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে নিজের ঘুম হারাম করে দেশের সেবায় নিরলসপরিশ্রম করে যাচ্ছেন তেমনিভাবে আজকের এই যুব সমাজকেও কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। এসময় তিনি প্রত্যেক যুবককে দেশের জন্য ত্যাগী হওয়ারও আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি ও ডিউক চৌধুরী এমপি।
রেডক্রিসেন্টের রংপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম, জেলা প্রশাসক এনামুল হাবীব, পুলিশ সুপার মিজানুর রহমান ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুর ইসলাম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম