ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেছেন, প্রশাসনের আচরণ দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগের ডাকসু শাখা গঠনের চেষ্টা করছেন।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালযের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন।
আকরামুল হাসান বলেন, ‘ডাকসু নির্বাচনের বিষয়ে ইতিবাচক থেকে সব বিষয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলো ছাত্রদল। পরিবেশ সংসদ, প্রশাসন, গঠনতন্ত্র ও আচরণ বিবি প্রণয়ন কমিটির কাছে দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কোনো দাবিই বাস্তবায়ন করা হয়নি। প্রশাসনের আচরণ দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগ ডাকসু শাখা গঠনের জন্য কাজ করছেন।,
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভোটাধিকার নিয়ে যদি কোনো ধরনের টালবাহানা বা ষড়যন্ত্র করা হয় এবং ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়া হয়। আমি মনে করি, তাহলে তাদের ভোটাধিকার, জনগণের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দাবানল জ্বলে ওঠবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন