ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯ সেশনের নির্বাচনে সভাপতি পদে দি নিউ নেশন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রায়হানুল ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহদী আল মুহতাসিম নিবিড় নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির অফিসে ভোটগ্রহণ শেষে এ কমিটি ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনারগণ।
সমিতিতে অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে ফিনান্সিয়াল এক্সপ্রেসে'র ঢাবি প্রতিনিধি আবু রাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইউএনবি'র মো. ইমরান হোসেন, অর্থ-সম্পাদক পদে মানবজমিনের মুনীর হোসাইন, দপ্তর সম্পাদক পদে সারাবাংলা.নেট এর কবির কানন, কার্যকরী সদস্য পদে বাংলানিউজ২৪.কম এর সাজ্জাদুল কবির, নয়াদিগন্তে'র ইসমাঈল সোহেল এবং ডেইলি অবজারভারে'র আব্দুর রাজ্জাক সোহেল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন