বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগতদের হামলায় ৬ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাব্বী গাজীকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠে।
এছাড়া এঘটনায় আহত অপর শিক্ষার্থীরা হলো, সৈয়দ সাহরুল শান্ত, তানভীর, ওমর, নাঈমুল ইসলাম ও মাহিন।
আহত শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাব্বী ও তানভীর সহ ৬/৭ জন ক্লাস শেষে হোস্টেলের দিকে যাচ্ছিল। এসময় ওই ইনস্টিটিউটের সাবেক ছাত্র ও বহিরাগত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শান্ত ও রাফি সহ অন্যান্যরা ক্যাম্পাসে ঢুকে তাদেরকে ডেকে নিয়ে মারধর শুরু করেন। এ ঘটনায় পরে প্রতিবাদ জানায় হামলার শিকার ছাত্রদের সহপাঠীরা। তারা ইনস্টিটিউটের ইলেক্ট্রোমেডিকেলের চিফ ইন্সট্রাক্টর আনিসুর রহমানের কাছে এই ঘটনার বিচার দাবি করেন।
শিক্ষক আনিসুর রহমান তাদের অভিযোগ না শুনে বহিরাগতদের পক্ষ নিয়ে ওমর ও নাঈমকে মারধর করে বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
এ বিষয়ে আনিসুর রহমান বলেন, বহিরাগত নয়, বরং ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। ছাত্ররা মহিন নামের এক শিক্ষার্থীকে মারধর করে। ভয়ে মহিন দৌড়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ছাত্রাবাসের একটি কক্ষে পালিয়ে থাকে। পরে তিনি ওই ছাত্রাবাস থেকে মহিনকে উদ্ধার করেন। তবে তিনি কাউকে মারধর করেননি বলে দাবি করেন।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। এর জের ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন