বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র প্রাথমিক ধারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহাম্মদ সাইদুর রহমান।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র সহকারী পরিচালক আরাফাত শাহরিয়ার কর্মশালায় অংশ নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন