আইইউবিএটির কলেজ অব নার্সিং এর উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি এবং সেমিনারের আয়োজন করা হয়। র্যালিতে শিক্ষক শিক্ষার্থীসহ ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সাল নার্সিং কলেজের অধ্যক্ষ তাসলিমা বেগম।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম ও কলেজ অব নার্সিং এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারপারসন, ডাইরেক্টর, কোঅর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত স্বাস্থ্যসেবা কর্মী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইউবিএটির কলেজ অব নার্সিং এর কোঅর্ডিনেটর শুভাশীষ দাস বালা।
বিডি প্রতিদিন/হিমেল