চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র রাইয়্যান আলমকে বেদড়ক মারধরের ঘঠনায় রেলওয়ের ওই নিরাপত্তা কর্মীকে ক্লোজড করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও রবিবার তাকে বরখাস্তেরও সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রেলওয়ে নিরাপত্তা প্রদান বরাবর একটি অভিযোগ প্রদান করেন। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে সেই নিরাপত্তা কর্মীকে তার কর্মস্থল থেকে ক্লোড করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ আমান বলেন, ' অভিযুক্ত মশিউর রহমান মূসাকে ক্লোজড করা হয়েছে। সকল কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। রবিবার তাকে বরখাস্ত করা হবে।'
উল্লেখ্য, গতকাল (১৭ মে) বিকেলের দিকে চট্টগ্রাম শহরের বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশে একটি বগিতে উঠে। পরে এক নিরাপত্তা কর্মী তাকে ট্রেন থেকে নেমে যেতে বলে। সে নামতে অস্বীকৃতি জানালে তাকে বেদড়ক মারধর করে ওই নিরাপত্তা কর্মী। পরে শিক্ষার্থীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তার পা ভাঙার কথাটা জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন