জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন 'ইফসা'র (ইউথ ফর স্যোসাল এইড) উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সংগঠনটির সদস্যরা মঙ্গলবার গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাশি ঘাট এলাকার বিশটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেকটি পরিবারকে দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি চিড়া, দুই প্যাকেট দুধ, দুই প্যাকেট সেমাই, দুই কেজি আলু দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচির সময় উপস্থিত ছিলো সংগঠনটির জাবি শাখার সাধারণ সম্পাদক সিকদার সঞ্চিতা তসনিম, সহ সভাপতি আসাদুজ্জামান সৌরভ, কমিটির পর্যবেক্ষক আশিক আল অনিক এবং কার্যকরী সদস্য মুজিবুল ইসলাম রাকিব ও রাসেদুল ইসলাম রাশেদ।
উল্লেখ্য, ২০১৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য জাবির সকল শ্রেণির কাছে অত্যন্ত সুপরিচিত।
বিডি প্রতিদিন/হিমেল