Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ অক্টোবর, ২০১৯ ২১:৪৪
আপডেট : ৯ অক্টোবর, ২০১৯ ২২:১৯

আবরার হত্যার বিচারের দাবিতে বিএম কলেজে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আবরার হত্যার বিচারের দাবিতে বিএম কলেজে মশাল মিছিল

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। 

বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৭টা ৫ মিনিটে একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী রনি খন্দকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম ও ফয়সাল ইসলামসহ অন্যান্যরা। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য