বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাফেটরিয়া আকস্মিক পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। বৃহস্পতিবার দুপুরে তিনি আকস্মিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল ও কেন্দ্রীয় ক্যাফেটোরিয়া পরিদর্শন করেন। উপাচার্য হলগুলোর রিডিং রুম, কমনরুম, মসজিদ ও ডাইনিং এবং কেন্দ্রীয় ক্যাফেটরিয়ার কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় উপাচার্য ৩টি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা উপাচার্যের কাছে তুলে ধরলে তিনি তা সমাধানের আশ্বাস দেন।
এ সময় উপাচার্যের সাথে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, পরিচালক, দপ্তরপ্রধান, সংশ্লিষ্ট হল সমূহের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব