২৩ জানুয়ারি, ২০২০ ২০:৪৪

শাবি উপাচার্যের শ্বেতপত্র বিলির সময় আটক তিন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবি উপাচার্যের শ্বেতপত্র বিলির সময় আটক তিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নামে বেনামী শ্বেতপত্র বিলির সময় তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা হলেন মোঃ শামীম আহমদ, বিভাষ চক্রবর্তী ও প্রান্ত দাস। 
জানা যায়, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন-ই এর ভিতর শ্বেতপত্র বিলি করছিল মোঃ শামীম আহমদ। এসময় তাকে শ্বেতপত্র তৈরীর সদস্য মনে করে আটক করে নিরাপত্তা কর্মীরা। পরবর্তীতে তার দেয়া তথ্য মোতাবেক আরো দুইজনকে আটক করা হয়। আটক করলে তারা নিজেদের কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান পরিচয় দিলেও কোন আইডি কার্ড প্রদর্শন করতে পারেননি। 
রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, আটককৃতরা উপাচার্যসহ বিভিন্ন শিক্ষক কর্মকর্তাদের নামে মিথ্যা তথ্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারা করছিল। তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন বলেন, ‘তাদের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।’ 
উল্লেখ্য, গত ২১শে সেপ্টেম্বর শাবি উপাচার্যের নামে শ্বেতপত্রের ‘প্রথম কিস্তি’ ও গত ২১ জানুয়ারি ‘দ্বিতীয় কিস্তি’ প্রকাশিত হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর