রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজিমুদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে রাজশাহীতে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ এবং পরে নগরীর হাতেমখান মসজিদ প্রাঙ্গণে জানাজার পর হাতেম খান কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি ঢাকা মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত