রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথম বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে লেভেল-৫ থেকে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন মো. রাশেদুল ইসলাম ও লেভেল-৪ থেকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন মো. লুৎফুল্লাহ মন্ডল। ভিপি ও জিএসসহ ২০ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছরের জন্য সংগঠনটির প্রতিনিধিত্ব করবেন।
সোমবার বেলা আড়াইটা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট অনুষদের স্নাতক শ্রেণির লেভেল এক থেকে পাঁচ এবং স্নাতকোত্তরের মোট ৫৯০ জন শিক্ষার্থী ভোটার হিসেবে তাদের পছন্দের প্রার্থীদের বাছাই করার সুযোগ পায়। নির্বাচনে ছাত্র প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে নির্ধারিত ১৮টি পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক নাসিম হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীরুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম তারেক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক সারোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক আরজু আহমেদ, প্রাণিশিক্ষা সম্পাদক রাহাত মোল্যা ও চয়ন হালদার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া নির্বাচিত আটজন সদস্য হলেন আল ওয়াসিফ, আকিব জাবেদ, মশিউর রহমান, মারুফ হাসান, শাকিল আহমেদ, মাহমুদুল হাসান মারুফ ও সেফাতুল্লাহ আমিন।
সংশ্লিষ্ট অনুষদের ডিন পদাধিকার বলে অ্যাসোসিয়েশনের সভাপতি এবং উপদেষ্টা পরিষদ কর্তৃক মনোনীত ওই অনুষদের একজন শিক্ষক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, পাঁচশ নব্বই জন ভোটারের মধ্যে পাঁচশ ৬১ জন তাদের ভোট প্রদান করে। যার শতকরা হার ৯৫.০৮ শতাংশ। লেভেল ৪ থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী মানিক খান শূণ্য ভোট পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসাইন বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথমবারের মতো আমরা সুষ্ঠুভাবে ভোট নিতে সক্ষম হয়েছি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ঘোষিত বেসরকারি ফলাফল প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচিতদের দায়িত্বভার দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক