২১ অক্টোবর, ২০২০ ১৪:১৫

পবিপ্রবিতে ১০ দফা দাবিতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

পবিপ্রবিতে ১০ দফা দাবিতে ৩য়-৪র্থ শ্রেণির কর্মচারীদের মানববন্ধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী পরিষদ। 

আজ বুধবার বেলা ১১টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবন চত্বরে দুই শতাধিক কর্মচারী ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তৃতা করেন কর্মচারী পরিষদের সভাপতি মো. মজিবুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামানসহ অন্যরা। 

বক্তারা বলেন, কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিলে লাগাতার কর্মসূচি চলবে।

সমাবেশ থেকে কর্মচারী নেতারা আগামী ২২, ২৮ ও ২৯ অক্টোবর মোট তিন দিন কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তারপরেও দাবী না মানা হলে পরবর্তীতে লাগাতার অনশন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর