১৭ মে, ২০২১ ১৬:১৬

পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন পবিপ্রবি’র কৃষিতত্ত্ব বিভাগের সিনিয়র অধ্যাপক ও কৃষি অনুষদের ডিন ড. স্বদেশ চন্দ্র সামন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ তাকে ৪ বছর মেয়াদের জন্য এই নিয়োগ প্রদান করেন।

সোমবার সকালে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পরপরই ক্যাম্পাসের বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। 

অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্ট মাসে পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি পবিপ্রবি’র রেজিস্ট্রার (অ.দা.), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এবং নীল দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর