যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বুধবার তার মেয়াদের শেষ দিনে এই সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সকলের উদ্দেশে উপাচার্য বলেন, ‘বিগত দিনে এ বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন সাধিত হয়েছে। আমি চাই, আপনারা সকলে একত্রিত থেকে এ পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখবেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন’।
যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখা, যবিপ্রবি ছাত্রলীগ, যবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিদায়ী উপাচার্যকে বিভিন্ন উপহার সামগ্রী, ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২০ মে যবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগ দেন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী চার বছর দায়িত্ব পালন শেষে আজ তার মেয়াদ শেষ হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর