ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর সাথে তুরস্কের ওনডোকুজ মায়িস বিশ্ববিদ্যালয়ের (ওএমইউ) মধ্যে গত ২০ মে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ এবং ওএমইউ রেক্টর অধ্যাপক ড. ইয়াভুজ উনাল তাদের প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্বাক্ষর করেন।
এই স্মারকের উদ্দেশ্য হল উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রশাসনিক, একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বৃদ্ধি করা এবং পাশাপাশি যৌথ ডিগ্রি প্রোগ্রামসহ শিক্ষামূলক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়নে কাজ করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোসুদ মান্নান, বাংলাদেশে নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, ওএমইউ রেক্টর অধ্যাপক ড. ইয়াভুজ উনাল, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি, ইউএপির রেজিস্ট্রার আবদুল্লাহ আল মাসুদ, ইউএপির আন্তর্জাতিক বিষয়ক অফিসের পরিচালক ড. নেহরিন মাজেদ এবং ওএমইউ'র সহযোগী অধ্যাপক ড. মুস্তফা সাইদ কুরসুনোগলু।
অনলাইন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলের ইউএপি ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, শিক্ষক ও কর্মকর্তারা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির