ফ্রান্সের স্বনামধন্য প্যারিস বিশ্ববিদ্যালয়ের সাথে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) সম্প্রতি একটি অংশীদারিত্ব সহযোগিতা কর্মসূচিতে যুক্ত হয়েছে। এ কর্মসূচির আওতায় ইরাসমাস মুন্ডাস টেকনিক্যাল, হেরিটেজ, টেরিটরি অব ইন্ডাস্ট্রি (টিপিটিআই) শীর্ষক দু’বছর মেয়াদী একটি স্নাতকোত্তর ডিগ্রি পরিচালিত হবে। এ কর্মসূচির আওতাধীন অন্য অংশীদাররা হচ্ছে ইতালির পাডুয়া বিশ্ববিদ্যালয় এবং পর্তুগালের এভোরা বিশ্ববিদ্যালয়।
স্থাপত্যকৌশল বিষয়ক এ প্রোগ্রামের আওতাধীন উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যৌথ সনদ লাভে সক্ষম হবেন।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্থাপত্যকৌশল বিভাগ বাংলাদেশে এ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করছে।
উল্লিখিত, এ টিপিটিআই প্রোগ্রামটি ফরাসি ও ইংরেজি উভয় ভাষায় পরিচালিত হবে। প্রোগ্রামের মূল বিষয়বস্তু হচ্ছে ইতিহাস, নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব ও ঐতিহ্য যার মধ্যে রয়েছে বাস্তু, শহর, ল্যান্ডস্কেপ, জাদুঘর, সাংস্কৃতি প্রতিষ্ঠান ইত্যাদি। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির সাথে যুক্ত পেশাজীবীগণ ব্যাপকভাবে উপকৃত হওয়ার সুযোগ পাবেন বলে আশা করা যায়।
প্রোগ্রামের আওতাধীন শিক্ষার্থীরা এর তিন অংশীদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাছ থেকেই পাঠলাভের সুযোগ পাবেন। আর তাতে পড়ানো হবে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার স্থাপত্যকৌশল সংক্রান্ত বিষয়গুলো।
বিডি প্রতিদিন/ফারজানা