আগামী পহেলা জুলাই প্রতিষ্ঠার একশত বছর পূর্ণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপনের কথা থাকলেও তা আর হচ্ছে না। করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ উপলক্ষ্যে ক্যাম্পাসে সশরীরে কোন অনুষ্ঠান হবে না। তবে অনলাইনে প্রতীকী কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, অনলাইন প্রতীকী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ওদিন(পহেলা জুলাই) বিকেল ৪টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল বক্তা হিসেবে সংযুক্ত থাকবেন ভাষাসৈনিক, কলামিস্ট ও বুদ্ধিজীবী আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক মূল বক্তব্য প্রদান করবেন।
ভার্চুয়াল আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ফেসবুক পেজে (ICTCellDU) সরাসরি সম্প্রচার করা হবে।
মূল আয়োজন পহেলা নভেম্বর
শতবর্ষপূর্তির মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শতবর্ষের মূল অনুষ্ঠান বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতবর্ষের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডি প্রতিদিন/এ মজুমদার