সাউথইস্ট বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংক এর সাবেক গভর্নর ড. আতিউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের উপস্থাপনায় এতে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, সাংবাদিক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল