সিলেট অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
জানা যায়, সিলেট বিভাগের চারটি জেলার ঢাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র শাবিপ্রবিতে আগামীকাল প্রায় ৩,৩০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া পর্যায়ক্রমে সবগুলো ইউনিটের পরীক্ষা একই কেন্দ্রগুলোতে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।
উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের ৩ মার্চ ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের ৪টি জেলার শিক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষা শাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই