ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হচ্ছে।
ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার ২২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে বাকৃবির ছয়টি অনুষদে ‘ক’ গ্রুপের পরীক্ষা শুরু হয়। যেখানে ৭ হাজার ৮১২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
আগামীকাল শনিবার ‘খ’ গ্রুপ, ৯ অক্টোবর ‘গ’ গ্রুপ, ২২ অক্টোবর ‘ঘ’ গ্রুপ এবং ২৩ অক্টোবর ‘চ’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও চলতি মাসের ২, ৯, ২২ এবং ২২ তারিখে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভিন্ন ভবনে মোট ২২ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন