রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যার পরপরই শিক্ষার্থীদের ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লালবাগ ডিভিশনের (ডিসি) মো. জসীম উদ্দীন বলেন, মিটফোর্ড হাসপাতালের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী জানান, সন্ধ্যার পরপরই ছাত্রাবাসে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ কলেজ কর্তৃপক্ষ সহ আমরা উপস্থিত আছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ