বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন দু'টি বাস সংযোজিত হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ক্রয়কৃত ৫২ সিটের এই বাস দুটি বুধবার সকাল ১১টায় ফিতা কেটে উদ্ধোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. এমএ কাইয়ুম, সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল বাতেন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, পরিবহন পুলের ম্যানেজার, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাস দুইটি ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের ৮৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয় হয়েছে। এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নিজস্ব পরিবহন সংখ্যা দাড়াল ১৯টি’তে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের জন্য বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এর দুইটি একতলা এবং ৬টি দ্বিতল বাস যুক্ত রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ