নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনায় দুই বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইবি) সশরীরে পয়লা বৈশাখ উদযাপন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে বর্ষবরণের শেষ সময়ের প্রস্তুতি।
বুধবার চারুকলা বিভাগে দেখা যায়, বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা সুন্দরভাবে সম্পন্ন করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা মাটির সরায় রঙ তুলিতে ফুল, লতা-পাতা, মাছ সহ ফুটিয়ে তুলছেন হরেক রকমের প্রতিকৃতি। লোকজ ঐতিহ্য একতারা ও লোকজ সংস্কৃতি হাতপাখা তৈরি করা হয়েছে। সেই সঙ্গে চির চেনা গ্রামীণ ঐতিহ্য গ্রাম-বাংলার মানুষের প্রকৃত চিত্র তুলে ধরতে কৃষক,কামার,কুমার, মোড়ল বর-বউ, জেলে রূপে সাজ শোভাযাত্রাকে সৌন্দর্যমন্ডিত করবে।
তত্ত্বাবধানে থাকা চারুকলা বিভাগের শিক্ষক রায়হান উদ্দীন ফকির বলেন, আমাদের প্রস্তুতি শেষের দিকে। আজকে বিকেলের দিকে কাজ সম্পন্ন হবে। এবারের শোভাযাত্রায় বাঙালি ও লোকজ ঐতিহ্যকে তুলে ধরতে নানা প্রতিকৃতি আঁকা হয়েছে।
এদিকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে পহেলা বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হবে।
এর আগে সকাল ৯টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য।
বিডি প্রতিদিন/এএম