পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে। মানুষের মধ্যে সম্প্রতির বন্ধন যেন সুদৃঢ় হয়। নতুন বছরে সেটিই আমাদের প্রত্যাশা।’
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘নববর্ষে আমরা রাষ্ট্রের মঙ্গল কামনা করছি। গত দুই বছর কোভিডের কারণে মঙ্গল শোভাযাত্রা করতে পারিনি। এবারে আমরা আদি রূপে ফিরে এসেছি। মঙ্গল শোভাযাত্রা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। শুধু ঢাকা নয়, জেলার গণ্ড ছাড়িয়ে প্রতিটি উপজেলায় মঙ্গল শোভাযাত্রা পালিত হচ্ছে।’
মঙ্গল শোভাযাত্রায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়াসহ অনেকে।